রংপুর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উদ্যোগে সুলভ মূল্যে আলু বিক্রয় কার্যক্রম শুরু করেছে।
বৃহস্পতিবার দুপুরে রংপুর প্রজন্ম চত্ত্বর ( জেলা স্কুল মোড়) জেলা প্রশাসক মো: রবিউল ফয়সল সুলভ মুল্যে আলু বিক্রয় কার্যক্রম উদ্বোধন করেন ।
রংপুর জেলা প্রশাসন ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সার্বিক নির্দেশনায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বাজার তদারকির পাশাপাশি প্রতি কেজি ৪৫/- টাকা দরে শুধুমাত্র সাধারন ভোক্তাদের জন্য এই বিক্রয় কেন্দ্র উন্মূক্ত করা হয়।
এই কার্যক্রম এর সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক( আ: দা) আফসানা পারভীন, বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক বোরহান উদ্দিন ও জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোস্তাফিজুর রহমান।
আরও উপস্থিত ছিলেন ছাত্র প্রতিনিধিসহ কঞ্জুমার্স এসোসিয়েশন অব বাংলাদেশ রংপুর এর সভাপতি আব্দুর রহমান।
এ কার্যক্রমের অংশ হিসেবে প্রতিদিন ২ মেট্রিক টন করে আলু বিক্রি করা হবে।